বুধবার ২৩ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

খেলা | জেমি-দিমি জুটিতে এগিয়েও ড্র বাগানের, যুবভারতীয় পুনরাবৃত্তি দেখল মুম্বাই ফুটবল এরিনা

Kaushik Roy | ০১ মার্চ ২০২৫ ১৯ : ৫৭Kaushik Roy


মোহনবাগান ২ (ম্যাকলারেন, পেত্রাতোস)


মুম্বই সিটি এফসি ২ (জন টোরাল, নাথান রড্রিগেজ)

আজকাল ওয়েবডেস্ক: প্রায় এক মাস মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচের টিকিট ছেড়েছিল মুম্বাই সিটি এফসি। সেখানে লেখা হয়েছিল মরশুমের সবথেকে বড় হোম গেম। কথাটা যে খুব একটা ভুল নয় সেটা এদিন আরও একবার প্রমাণিত হল মুম্বাই ফুটবল এরিনাতে। মরশুমের প্রথম ম্যাচে যুবভারতীতে পিছিয়ে পড়ে ড্র করেছিল মুম্বই। এদিন সেট টিম এবং আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগানের বিরুদ্ধেও ম্যাচ ড্র হল। সমানে সমানে টক্কর হল দুই দলের মধ্যে। খেলার ফলাফল ২-২। মোহনবাগানের হয়ে গোল করে গেলেন ম্যাকলারেন এবং পেত্রাতোস। লিগ টেবিলে বর্তমানে ৫৫ পয়েন্ট নিয়ে এক নম্বরে জ্বলজ্বল করছে মোহনবাগানের নাম।

 

চ্যাম্পিয়ন হয়ে গেলেও ম্যাচের আগে মলিনা জানিয়েছিলেন, শিল্ড জিতলেও কাপ জেতা এখনও বাকি। জয়ের লক্ষ্যেই মাঠে নামবেন তাঁরা। এদিন দলে চারটি পরিবর্তন আনেন বাগান কোচ। আশিস রাই, আলবার্তোকে বসিয়ে নামিয়েছিলেন সৌরভ ভানওয়ালা এবং দীপেন্দু বিশ্বাসকে। আপুইয়ার জায়গায় অভিষেক সূর্যবংশী এবং গ্রেগ স্টুয়ার্টের জায়গায় খেলেন দিমি পেত্রাতোস। খেলার শুরুতে দুই দলকেই এদিন সতর্কভাবে খেলতে দেখা যায়। মুম্বইয়ের আক্রমণের ঝাঁঝ বেশি হলেও প্রথম আঘাত হানে মোহনবাগানই। ৩২ মিনিটের মাথায় মুম্বইয়ের ভুলে ফাঁকায় বল পেয়ে যান ম্যাকলারেন।

 

 লাচেংপার পাশ দিয়ে সেকেন্ড পোস্টে হালকা করে বল ঠেলে দেন তিনি। ৪১ মিনিটের মাথায় মোহনবাগানকে ২-০ এগিয়ে দেন পেত্রাতোস। লিস্টনের ক্রস লাচেংপা ফিস্ট করে দিলে ফিরতি বল আলতো ছোঁয়ায় জালে জড়িয়ে দেন বাগান সমর্থকদের নয়নের মণি। অবশ্য, দ্বিতীয়ার্ধে খেলা অনেক বেশি আক্রমণাত্মক হয়েছে। ৫৭ মিনিটে ব্যবধান কমান জন টোরাল। বক্সের ভেতর ভিড়ের মধ্যে সুযোগ পেয়ে বল জালে জড়িয়ে দেন। ৫৮ মিনিটে বিক্রমপ্রতাপ লাল কার্ড দেখে মাঠের বাইরে বেরিয়ে যান।

 

গোল শোধ করতে মরিয়া হয়ে উঠতে শেষের দিকে সৌরভকে তুলে আশিস রাইকে নামান মলিনা এবং অভিষেকের জায়গায় আসেন অভিজ্ঞ থাপা। কিন্তু ৮৯ মিনিটে বক্সের বাইরে ফ্রি-কিক থেকে সমতা ফেরান মুম্বই ডিফেন্ডার নাথান রড্রিগেজ। শেষের দিকে আক্রমণ বাড়াতে গ্রেগ স্টুয়ার্টকে নামালেও গোল পায়নি মোহনবাগান। মুম্বই ড্র করায় আরও জমে গেল শেষ ছয়ের লড়াই। প্রসঙ্গত, এদিন ফুল হাউস মুম্বই ফুটবল এরিনায় ম্যাচ শুরুর সময় এদিন চ্যাম্পিয়নদের গার্ড অফ অনার দেওয়া হয় মুম্বই সিটির তরফে।


Mohun BaganFootball Latest NewsIndian Super League

নানান খবর

নানান খবর

বড় সমস্যায় ভিনিসিয়াস, নিষিদ্ধ হতে পারেন ২ বছরের জন্য

রোগ বাসা বেঁধেছে শরীরে, নিজের যত্ন নেওয়ার জন্য নেইমারদের প্রাক্তন হেডস্যর তিতে নিলেন এই সিদ্ধান্ত

হাত মেলাতে গিয়ে উত্তেজিত হয়ে সতীর্থের কপালে চাপড়, পিএসএলে একি কাণ্ড!

অ্যাশেজ হলেই সেরাটা বেরিয়ে আসত, সেই অজি ওপেনার কিথ স্ট্যাকপোল প্রয়াত

যত কাণ্ড পিএসএলে, উইকেট পেয়ে আনন্দ প্রকাশ করতে গিয়ে সতীর্থকেই আঘাত করে বসলেন এই ক্রিকেটার

'ক্রিকেট খেলে ভুল করেছি', কেন এমন বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক?

ওয়াংখেড়েতে হবে টি-২০ মুম্বই লিগ, টুর্নামেন্টের মুখ কে?

কেকেআরের ব্যর্থতার কারণ খুঁজে বের করলেন আকাশ চোপড়া, কাঠগড়ায় দাঁড় করালেন তিন নাইটকে

খেতাব হেরে রানার্স আপ ট্রফি নিতে অস্বীকার করলেন সাবালেঙ্কা, আরও একটা পোর্শে হাতছাড়া

কেকেআরের থেকেও বেশি সমালোচিত রাসেল, ক্যারিবিয়ান তারকার পাশে এবার দেশের অন্যতম ম্যাচ উইনার

কলকাতা হারল রে, প্লে অফের রাস্তা ক্রমশ কঠিন হচ্ছে রাহানেদের

ইস্টবেঙ্গলে 'আফ্রিকান' ফুটবলার চান মেহতাব, প্রাক্তন লাল-হলুদ ফুটবল সচিবের মনে 'সন্তোষ' আনতে ব্যর্থ মেসি-দিমিরা

কেকেআরে ব্রাত্য গিলই তুললেন ঝড়, রাসেল–নারাইন আর কতদিন খেলবেন কলকাতায়?‌ 

অবিশ্বাস্য গোল করতেই পছন্দ করেন ভালভার্দে, রহস্য ফাঁস কুর্তোয়ার

বাদ ডি’‌কক, প্রথম একাদশে গুরবাজ, টস জিতে ইডেনে শুরুতে বোলিং করবে কলকাতা

সোশ্যাল মিডিয়া